তোমার সাথে সাত সাতটা বসন্ত
তিনশো তেত্রিশটা বৃষ্টি
মনে থাকবে।
দেখা হলে একশো একটা বারণ মুছে যেত
আমাদের এক অযুত ইচ্ছের কাছে।প্রতিটা চুম্বনে লাগতো জ্বর।
তোমার সাথে হাজার দুয়েক অধিবাস
কম করে নিযুত-কোটি অভিমান
মনে থাকবে।
এতটাই ভালোবেসেছিলাম আমরা যে-
মুহুর্তের হিসেব রাখা যায়নি।
শুধুই ভালোবেসেগেছি।
একটা কৃষ্ণচূড়া কোথাও খসলে
ব্যথা পেতাম দুজনেই
আর একটা গোলাপ ফুটলেই
আবেগে ছাড়খাড়
তোমার খোঁপার প্রিয় গন্ধ,বুকের ঘ্রান
তোমায় ভালোবেসে লেখা প্রথম গান
মনে থাকবে
মনে থাকবে,এক আকাশ কথা দেওয়া
মনে থাকবে,এক সমুদ্র হারিয়ে যাওয়া
মনে থাকবে,এক উপন্যাস তোমায় লেখা
মনে থাকবে,এক পৃথিবী তোমাকে চাওয়া
কখনও একটা মুহুর্তও তোমায় না মনে করে
ভালো থাকতে পারিনি আমি।
আমার প্রতিটা হৃৎস্পন্দনে থাকতে তুমি।
তোমার সাথে কত কত না ঘুমানো রাত
তোমার সাথে হিসেবহীন শব্দে কথা বলা
মনে থাকবে।
এতটাই আলিঙ্গনে মেখেছি আমরা দুজনে যে-
কখনও কেউ কাউকে অভিযোগ করতে পারিনি
"দূরে আছো" বলে...
একই রোদ্দুরে হেঁটেছি দুজনে
আবার মেঘলা দিনেও ধরেছি হাত
তোমার কম বেশি না ফুরোনো আবদার
আমার সামর্থ্য দিয়েই তা ভরিয়ে দেওয়া
মনে থাকবে।
মনে থাকবে,এক আকাশ কথা দেওয়া
মনে থাকবে,এক সমুদ্র হারিয়ে যাওয়া
মনে থাকবে,এক উপন্যাস তোমায় লেখা
মনে থাকবে,এক পৃথিবী তোমাকে চাওয়া
তোমায় ছাড়া যে নিজেকে ভাবাই যায়না।
আমার প্রতিটা নিশ্বাস প্রশ্বাসে আছো তুমি।
তোমার হৃদয়ের সাথে প্রতিটা বিরহ
তোমার চোখের সাথে প্রতিবার প্রেম
মনে থাকবে।
মনে থাকবে বিশ্বাস,পাগলামি,অনটনও..
মনে থাকবে,তোমাকে,শুধু তোমাকেই...।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন