আমি ,তুমি এবং এক পশলা বৃষ্টি
২য় এবং শেষ পর্ব
সকালে ঘুম থেকে উঠে দেখি ইফতি হাতে চা নিয়ে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে ! আমি তাড়াহুড়ো করে জলদি বিছানা থেকে উঠে নিজের কাপড় ঠিক করলাম ! ঠিক বুঝতে পারছি না ক' টা বাজে ,বড্ড দেরি হয়ে গেল ভেবে নিজেকে খানিকটা বকে নিলাম !
- আসসালামু আলাইকুম ,ঘুম কেমন হলো?
- ওয়া আলাইকুমুস সালাম , জ্বি ভাল !
- জলদি উঠে নামায পড়ে নিন ,না হলে দেরি হয়ে যাবে !
আমি জলদি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নামাযটা সেরে নিলাম ! ইফতি আমার কাছে এসে এক কাপ চা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন,
- নতুন বাড়িতে কোন সমস্যা হয় নি তো?
- জ্বি না !
- আচ্ছা ,চা খেয়ে নিচে আসুন মা ডাকছে !
বলে ইফতি নিচে চলে গেল !
মানুষটাকে এখন আমি ভাল করে দেখলাম ! মুখে চাপা দাঁড়ি ,সাদা সুন্দর নয় তবুও মুখে যেন মায়া খেলা করে ,চোখ দুটো কথা বলে ! যদিও উনি একবারও আমার দিকে চোখ তুলে কথা বলেন নি তবুও আমার কেন জানি ওনার উপর খুব মায়া হলো ! এই মানুষটাকে আমি ঠকিয়েছি ! হয়তো আমার আল্লাহ আমাকে মাফ করবেন না ! বুঝতে পারছি না ইফতি ঠিক কি করতে চলেছে? রাতের বিষয়টা নিয়ে কোন কথাই বলল না ! হয়তো আপাততো কোন ঝামেলা চান না উনি তাই ! আমি জলদি রেডি হয়ে নিচে গেলাম !
এই প্রথম আমি আমার শ্বশুড় বাড়িটা ভাল করে দেখছি ! অবশ্য কাল রাতে এসেছিলাম তাই চোখে পড়েনি কিছুই ! ২ তলা বাড়ির নিচ তলায় আমার শ্বশুড় শ্বাশুড়ি থাকেন ! সেখানেই পাশে রান্না ঘর ! আমাদের থেকে ইফতিদের আর্থিক অবস্থা ভালই !
আমার শ্বাশুড়ি আমায় ডেকে বললেন,
- মা ,এসো আমার কাছে ! এখন থেকে এটা তোমার সংসার ! ইফতি আমার একমাত্র সন্তান ,ওকে কষ্ট দিও না !
আমি উত্তরে কি বলব বুঝতে পারছি না ! চুপচাপ দাড়িয়ে রইলাম !
পরের দিন ইফতি আমাকে নিয়ে আমাদের বাড়িতে এলো ! আমি ভেবেছি ইফতি হয়তো এবার আমায় রেখে দিয়ে চলে যাবে আর আসবে না ! কিন্তু অবাক হলাম ইফতি যখন আমার সাথে আমাদের ঘরে প্রবেশ করে বলল ," আমরা কিন্তু একদিনের বেশি থাকব না ! " সেদিন ইফতি আমার সাথে তেমন কোন কথাই বলেন নি ! রাতে রুমে এলে আমি জিঙ্গেস করলাম ,
- কাল আপনি কখন যাচ্ছেন?
- আগে সকাল হোক!
- কি ভাবলেন আমার বিষয়টা নিয়ে ?
- ভাবার কি আছে ! ঘুমিয়ে পড়ুন
এই বলে ইফতি নিচে শুতে যাওয়ার জন্য বালিশটা নিল ! আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম
- আপনি এ বাড়ির জামাই ! আপনি নিচে ঘুমালে আমাদের পাপ হবে ! আপনি এখানে শুয়ে পড়ুন আমি বোনের কাছে গিয়ে শুয়ে পড়ছি ! ইফতি কিছু বলতে গিয়েও বলল না !
সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল !
- কি রে তুই তোর বোনের কাছে কেন?
- আসলে মা ,আবার কবে আসি তাই বোনের কাছে শুয়ে পড়লাম
- উঠে পড় ,ইফতি তোকে ডাকছে !
আমি জলদি গিয়ে দেখি ইফতি নামাযে দাঁড়িয়ে গেছেন ,আমি দ্রুত ফ্রেশ হয়ে নামাযে দাঁড়িয়ে পড়লাম ! নামায শেষে ইফতি বলল ,
- আমরা কিন্তু সকালের নাশতা সেরেই রওনা দেব কোন বায়না শুনব না !
আমি কোন উত্তর না দিয়ে নাশতা রেডি করতে চলে গেলাম !
বেলা ৯ টায় আমরা বাসা ছেড়ে রওনা দিলাম ইফতির নিজস্ব গাড়িতে ! আধ ঘণ্টা পর হঠাৎ ইফতি গাড়িটা থামিয়ে বলল ,
- নামুন
আমি অনেকটা হতভম্ব হয়ে গেলাম ! মাঝ রাস্তায় ইফতি কেন গাড়িটা থামাল আর আমায় এই বা কেন নামতে বলছে ! তবে হয়তো ইফতি আমাকে এখানেই ফেলে রেখে যাবে ! আমি কোন কথা না বলে গাড়ি থেকে নেমে পড়লাম! দেখলাম ইফতিও গাড়ি থেকে নেমে দাড়াল ! আমাকে বলল ,
- সালমা আপনার মনে অনেক প্রশ্ন তাই না? আমি কেন আপনাকে বিয়ে করলাম ? আপনাকে না জেনে না বুঝে? আমি আপনার সত্যটা জানার পরও কেন আপনাকে তাড়াচ্ছি না? আমি আপনার সাথে ঠিক কি করতে চাচ্ছি তাই তো?
- হ্যাঁ ,কিন্তু এসব এই মাঝরাস্তায় কেন বলছেন ?
- সালমা ,আমি আপনাকে ভালবাসি !
- মানে ?
- আপনাকে সেদিন আমি প্রথম দেখি আজ থেকে ২ বছর আগে ! ঠিক এই রাস্তায় ,সেদিন আকাশ মেঘলা ছিল তবে বৃষ্টি হবার কোন সম্ভাবনা ছিল না ! হঠাৎ করে বৃষ্টি শুরু হলো পুরোটা রাস্তা জুড়ে লোকজনের ছুটোছুটি তখন আমার চোখ পড়ে একটা মেয়ের উপর যে বোরখা পড়া ছিল তবে মুখটা খোলা ! আমি দেখলাম মেয়েটা তার ছাতাটা একটা বৃদ্ধ মানুষকে দিয়ে নিজে বৃষ্টিতে ভিজছে ! বৃষ্টতে ভেজায় যে এতোটা আনন্দ তা আমি এর আগে জানতাম না ! সেই এক পশলা বৃষ্টিতে দেখা মেয়েটিকে আমি ভালবেসে ফেলি,ঠিক করে নেই আমি তাকেই বিয়ে করব ! কিন্তু তখন আমার কোন চাকরী ছিল না ,যদিও আমার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে তবুও আমি চেয়েছি নিজে কিছু করতে ! তাই আমি অপেক্ষা করেছি তার আর খোঁজ নিয়েছি সেই মেয়েটির ব্যাপারে ! আপনি জানেন সে কে?
- কে?
- আপনি ! আপনাকে সেদিনই আমি ভালবেসে ফেলি আর নিজের জীবন সঙ্গী করার পণ করি !
আমি হা করে ইফতির কথাগুলো শুনছিলাম ! একটা লোক আমার খোঁজ নিয়েছে আমায় ভালবেসেছে এসব আমি জানতেও পারি নি !
- আপনি তখন কেন বলেন নি?
- আমি হারাম সম্পর্ক চাই নি ! তাই আপনার সামনে না তো এসেছি না তো নিজের মনের কথা বলেছি! আমি আপনাকে নিজের জীবনসঙ্গী করে পেতে চেয়েছি তাই নিজেকে আপনার যোগ্য করে তুলেছি !
- কিন্তু আমি তো আপনার যোগ্য নই ! আমি তো পাপ করেছি ,অন্যের সন্তান আমার গর্ভে !
- আজ থেকে বাচ্চাটার বাবা আমি ,যদি আপনার আপত্তি না থাকে তো !
- কিন্তু
- আমি আপনার সম্পর্ক,বিয়ে আর বাকি সব ব্যাপারটা জানতাম ,তবুও আপনার মুখ থেকে শুনতে চেয়েছি ! দেখুন ভুল তো মানুষ করেই তাই বলে কি তার মাফ হয় না ! আমি আমার খোদার কাছে প্রার্থনা করব যেন তিনি আপনাকে ক্ষমা করে দিন !
আমি ভাবিও নি একটা মানুষ এতোটা ভাল হতে পারে ! ইফতিকে দেখার আগে বিশ্বাস এই করতাম না যে পুরুষের মধ্যেও পার্থক্য থাকে !
- সালমা,আমি কি আপনার জীবনসঙ্গী হতে পারি?দেবেন কি আপনার সন্তানের বাবা হওয়ার অধিকার ?আমি কি আপনাকে তুমি ডাকার অনুমতি পেতে পারি?
আমার কোন কথা বলার মতো শক্তি নেই ! দুচোখ বেয়ে পানি পড়ছে শুধু ! দৌড়ে ইফতিকে জড়িয়ে ধরলাম ,ঠিক তখনি বৃষ্টি শুরু হলো ! ইফতি আমাকে জড়িয়ে ধরে বলল,
- দেখেছো ,এক পশলা বৃষ্টিতে তোমায় দেখলাম,আবার আরেক পশলা বৃষ্টিতে তোমায় আপন করে পেলাম ! এখানে এখন আমি ,তুমি আর এক পশলা বৃষ্টি !
আমার আর ইফতির বিয়ে হয়েছে আজ ৩ বছর পূরণ হলো ! আমি ২য় বার মা হতে চলেছি ! আমার আর ইফতির সন্তান ! আমাদের প্রথম সন্তানের এই ২ বছর ৬ মাস বয়স ! সে ইফতিকেই আলতো করে বাবা ডাকে ! ইফতির কলিজার টুকরা আমার ছেলেটা ! ইফতি তার নাম রেখেছে ইরফান আরাবী ! বাইরে প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে ! আমাদের ছেলেটা ঘুমিয়ে পড়েছে ! আমি আর ইফতি বাইরের নিয়োনের আলোয়,জানলার পাশে দাঁড়িয়ে উপভোগ করছি এক পশলা বৃষ্টি !
Poly Talukder
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন