আজ আমার ২য় বারের মতো বিয়ে হচ্ছে ! যার সাথে বিয়ে হচ্ছে তার নাম ইফতি ! এর বাইরে আমি আর কিছু জানি না ,আর না তো জানার চেষ্টা করেছি ! আসলে এ নিয়ে আমার কোন আগ্রহ নেই ! বিয়েটা করছি অনেকটা বাধ্য হয়ে ! কখনো বিয়েই করবো না ভাবা এই আমিটা ২য় বারের মতো বিয়ের পিড়িতে বসছি ,নিজেকে দেখে নিজেরেই হাসি পাচ্ছে ! অবশ্য বিয়েটা হচ্ছে ঘরোয়া ভাবে ! নিকট আত্মীয় বলতে আমার কাকা আর মামা এসেছে আর আমার পরিবারের লোক ! বাবার কাছ থেকে জানতে পারলাম পাত্রপক্ষ নাকি ৫ জন আসবে ! এ নিয়ে ও আমার কোন মাথা ব্যাথা নেই !
আমার ১ম বিয়ের কথাটা আমি আর আমার মা,বাবা ,বোনেরা ছাড়া কেউ জানে না ! আর জানবেই বা কি করে বিয়েটা তো পালিয়ে করেছিলাম ! খুব ভালবাসতাম একজনকে ! মা,বাবাকে বললাম তার কথা মা মুখের উপর বলে দিল ," ওসব ছেলেরা ভাল নয় ,তোকে কষ্ট দেবে দেখিস !" সেদিন মায়ের সাথে অনেক তর্ক করেছিলাম আবির কে নিয়ে ! আবির আর আমি একই কলেজে পড়তাম ! আমি ২য় বর্ষে আর আবির ৪র্থ বর্ষে ! ছেলেটা আমাকে পাগলের মতো ভালবাসতো ! প্রথম থেকেই আমার পিছনে ঘুরঘুর করতো ,আমি প্রথম প্রথম পাত্তা দিতাম না ! বড় লোক বাবার একমাত্র ছেলে বলে কথা ! আমার আবার বড়লোক ছেলের প্রতি এলার্জি বরাবরই ! তবুও কিভাবে যেন ওর মায়াজালে আটকা পড়লাম !
আমাদের সম্পর্কের কথা আমার বাসায় জানার পর কেউ মেনে নেয় নি ! তাই বাধ্য হয়ে সম্পর্ক শুরু হবার ২ মাস পরই গোপনে বিয়ে করে নেই আমি আর আবির ! তখনো বাসায় কেউ জানত না আমার বিয়ের কথাটা ! বিয়ের ৩ মাস পর আমি বুঝতে পারি আমি মা হতে চলেছি ! আবিরকে বলায় ও যেন কেমন বেঁকে বসল ! বলল ," বাচ্চাটা নষ্ট করে দেও! " আমি কিছুতেই রাজী হই নি ! এরপর থেকে আবির আমার সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয় ,ওর ঠিকানায় গিয়েও আমি ওকে পাই নি ! ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়ে জানতে পারি ও বিদেশ চলে গেছে আর আমার নামে একটা চিঠি রেখে গেছে! যেখানে লেখা ছিল আবীর আর আমার সাথে কোন সম্পর্ক রাখতে চায় না ! যেহেতু আমাদের বিয়ের কোন ৩য় সাক্ষী ছিল না তাই আমি কোন পদক্ষেপ ও নিতে পারিনি !
আমার অন্তংস্বত্তার কথাটা বাসায় জানার পর সন্মান বাঁচাতে আমার বিয়ে ঠিক করে ইফতির সাথে ! আমি বিয়ে করতে চাই নি ,কি করে একটা লোককে আমি ঠকাই ! নিজের করা ভুলটা কি করে অন্যের উপর চাপিয়ে দেই ! তবুও পরিবারের কথা ভেবে রাজী হয়ে গেলাম! চিন্তা করেছি আমি ইফতিকে সবটা বলে দেব ,তারপর উনি যদি আমাকে তাড়িয়ে দেন তবে আমি চলে যাব দূরে কোথায়ও !
বর যাত্রী চলে এসেছে ! আমি কবুল পড়ে বিয়েটা করে নিলাম ! খুব কষ্ট হচ্ছিল আবিরকে ভুলে অন্য কারো সাথে ঘর বাঁধতে ,কিন্তু আমার সন্তানকে বাঁচাতে আমাকে এ বিয়েটা করতেই হলো! আমি চেষ্টা করেছিলাম আর একবার আবীরের সাথে যোগাযোগ করার যদি ও ফিরে আসে ,কিন্তু আফসোস আবীরের সাথে যোগাযোগ করতে পারি নি !
বসে আছি বাসর ঘরে আর অপেক্ষা করছি কখন ইফতিকে সবটা বলব ! যদিও আমি জানিনা ইফতি কে ,আমি তাকে এখনও দেখি নি ! হঠাৎ দরজা খোলার শব্দ শুনলাম ! আমি জলদি ঘোমটা টা আর একটু টেনে বসলাম ! ঘরে কারো আসার শব্দ পেলাম আর একটা কণ্ঠস্বর বলে উঠল ,
- আসসালামু আলাইকুম ,সায়মা !
- ওয়া আলাইকুমুস সালাম !
- আমি আপনার স্বামী ইফতি ,আমি কি আপনার কাছে এসে বসতে পারি?
- হ্যাঁ ,অবশ্যই !
ইফতি এসে খাটের একটা কোণায় এসে বসল ! আমি ভয় পেয়েছিলাম হয়তো লোকটা আমার উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়বে ,কিন্তু তিনি আমাকে আশ্চর্য করে দিয়ে আমার অনুমতি নিয়ে বসলেন ! যতোটা খারাপ ভেবেছি ততোটা খারাপ তিনি নন ! তবুও পুরুষ মানুষের প্রতি আমার খুব একটা বিশ্বাস নেই !
ইফতি আমার পাশে বসেছে তাও একহাত দূরত্বে ! আমাকে বলল,
- আপনি তো নামায পড়েন নিয়মিত তাই না?
- জ্বি হ্যাঁ !
- আলহামদুলিল্লাহ ,আমাকে বিয়ে করতে আপনার হয়তো মন ছিল না তাই না??
- না ,মানে
- আপনার সংকোচ হলে থাক বলতে হবে না!
আপনি তো আমাকে দেখেন নি ,আমি কেমন কালো না সুন্দর,বেটে না লম্বা সেটা দেখতে চান না?
- আসলে আপনাকে দেখার আগে ,আমার আপনাকে কিছু বলার ছিল ! আপনি যদি শুনতে ইচ্ছুক হন খুব ভাল হয় !
- হ্যাঁ ,অবশ্যই শুনবো ! তার আগে আপনি পোশাক পাল্টে নিন ,একসাথে নামায পড়ব যদি আপনার আপত্তি না থাকে !
- যাচ্ছি ,
বলে উঠে পড়লাম আমি ! লোকটার সাথে যতোই কথা বলছি ততই অবাক হচ্ছি একটা লোক ঠিক কতোটা ভাল হতে পারে !
জলদি পোশাক পাল্টে ইফতির সাথে নামাযে দাড়ালাম ! এবার আমি ইফতিকে পিছন থেকে দেখলাম ,ফিটফাট শরীর ,উচ্চতা ৫ ফিট ৭ ইঞ্চি ,যতোটা দেখা যাচ্ছে মুখে মনে হয় চাপ দাঁড়ি ! ইফতির পিছনে নামায পড়ে দুজনে আবার গিয়ে বিছানায় বসলাম ! আমি নিচের দিকে চোখ দিয়ে তাকিয়ে আছি ! এমন সময় ইফতি আমাকে বলল,
- আপনি কি জানেন আমাদের কাবিননামায় কতো টাকা লেখা আছে?
- জ্বি না
- এক লাখ ,এ নিয়ে আপনার কোন মতবিরোধ আছে কি?
- জ্বি না
- এই নিন আপনার কাবিনের পুরো টাকাটা !
এই বলে ইফতি আমার হাতের কাছে টাকা রেখে দিল ! আমি সেটার দিকে না তাকিয়ে ইফতিকে বললাম ,
- আপনি আমার সম্পর্কে জানেন কি কিছু ?
- যতোটা দরকার জানি ,বাকিটা আপনি বলুন !
- আমার একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল ! আমরা পালিয়ে বিয়ে করি ! আমি এখন ১ মাস আগে জানতে পারি আমি অন্তংস্বত্তা ! আমি বিয়েটা করতে চাই নি ! পরিবারের জন্য বিয়েটা করতে হলো ! আমাকে মাফ করবেন !
- আর কিছু?
- না
- এখন ঘুমিয়ে পড়ুন ! রাত অনেক হলো !
আমি জানতাম কোন ছেলেই আমাকে মেনে নেবে না ! হয়তো আমার ভাবনায় ভুল ছিল যে ইফতি আমাকে সবটা জেনেও মেনে নেবে,ইফতি কেন কোন ছেলেই এটা মানবে না ! ইফতি বিছানা থেকে একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে গেল ! আমি জানি মেয়ে বলে ইফতি আজ রাতটা আমায় দয়া করে থাকতে দিয়েছে কাল সকালেই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ! নিজের কৃতকর্মের জন্য কাঁদতে লাগলাম ! কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই ছিল না ! সকালে চোখ মেলে দেখি ,,,,,,,,
চলবে
আমি ,তুমি এবং এক পশলা বৃষ্টি
Poly Talukder
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন