নূপুর বাবা মায়ের একমাত্র মেয়ে,যদিও দুজনের কেউ নেই দুজনই মাঠে কাজ করতে গিয়ে বাজ পরে মারা যায় আসলে চাষীর ঘর তো তাই।তারপরে কাকা কাকীর সংসারে মানুষ যা হয় আর কি বাপ মা মারা মেয়ে।কোনও রকমই খেতে দিয়ে গায়েগতরে খাটিয়ে রেখেছে। নূপুর এখন যুবতী যেমনি দুধে আলতা গায়ের রং তেমনি মুখখানি মায়া ভরা দুটি চোখ টানা নাক পুরু গোলাপি ঠোঁট।যৌবন যেন উপচে পড়ছে।
একদিন বাজারে যাওয়ার সময় ওই গ্রামে ডাক্তারি করতে আসা এক সুদর্শন যুবক ডাক্তারের চোখে পড়ে।নাম ড.নীলাভ চ্যাটার্জি।চরিত্রবান ছেলে তার পছন্দ হয় নুপুরকে সে ঠিক করে তাঁকে বিয়ে করবে।বাড়িতে সব জানায়।
তার বাড়ির লোক এক কোথায় রাজি যে ছেলেকে বিয়ে দেওয়া সম্ভব হছহিল না সে একবারে বিয়েতে রাজি তাও ভালো।
পরেরদিন বিকেলে, নীলাভ খোঁজখবর নিয়ে সপরিবারে হাজির নুপুরের বাড়ি।
নীলাভ দরজায় দাঁড়িয়ে :আসতে পারি??
নুপুরের কাকা:কে?ও ডাক্তার বাবু আসুন আসুন কিন্তু এখানে তো কেউ অসুস্থ নয় .....তা........হলে????
নীলাভ:ভিতরে এসে বলি?মা বা এসো। কাকা:হ্যাঁ অবশ্যই।গিন্নি ও গিন্নি বসার জায়গা দাও কে এসেছে দেখো চা বসাও। কাকিমা:ওমা আপনারা বসুন বসুন।
পল্টু(কাকা কাকীর একমাত্র ছেলে) দেখত কি লাগবে ওনাদের ??
সেইসময় সন্ধে দেবে বলে গা ধুয়ে নূপুর একটা নীল রঙের কাপড় ব্লাউজ ছাড়া পরে ঠাকুরঘর থেকে বেরিয়ে কাকা:আপনারা কি জন্য এসেছেন যদি একটু বলেন তাহলে খুব ভাল হয়। নিলাভর বাবা: আমরা আপনার মেয়েকে পুত্রবধূ করে নিয়ে যেতে চাই মানে নিলাভর সাথে বিয়ে দিয়ে।কিন্তু আপনার মেয়ে কই ??ওকে একবার ডাকুন দেখি।
কাকা:আ..মার মেয়ে ?ও নূপুর ও আমার মেয়ে নয় ও আমার দাদার মেয়ে ওরা মারা যাওয়ার পর আমরা মানুষ করেছি ও সন্ধে দিছে।নূপুর ওই নূপুর কোন মা এদিকে আয়। ডাকে নিলাভর ধ্যান ভাঙে।
নূপুর সারি বদলে ব্লাউজ পরে বিনুনি করেএক মাথা চুলে। অপরূপা লাগছে। নীলাভ এর বাবা মা :আমাদের মেয়ে পছন্দ হয়েছে আপনারা যদি অনুমতি দেন তাহলে চার হাত এক করে দেবো। নূপুর লজ্জায় লাল হয় যায়। নীলাভ মনে মনে অনেক স্বপ্ন বুনতে থাকে।
কাকিমা:হ্যা হ্যা আমরা রাজি (মনে মনে আপদ বিদেয় হলে বাচি) নিলাভর বাবা:তাহলে সামনের মাসে ভালো দিন দেখে চার হাত করে দেই।
কাকা:সামনের মাসে?এতোতাড়াতাড়ি এত্তসব কিভাবে আয়োজন করবো?
নিলাভর বাবা:উসব নিয়ে আপনাকে ভাবতে হবে না বিয়ের সব খরচ দায়িত্ব আমাদের।
সামনের মাসে মানে 25 সে জানুয়ারি বিয়ে র তারিখ পাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন