Breaking

সোমবার, জুন ৫

যৌন আবেদন(কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) পর্ব ৭

 

আজ সকালে,,, নূপুর তাড়াতাড়ি উঠে  স্নান করে ব্রেকফাস্ট রেডি করে নীলাভ কে ডাকছে,,

নূপুর:নীলাভ ওঠো সকাল 7তা বাজে ওঠো হাসপাতাল যাবে না আর আমারো তো কলেজ আছে যেতে হবে আজ প্রথম দিন দেরি হলে খুব খারাপ ব্যাপার হবে চলো ওঠো ওঠো.    বলে তারা দিয়ে চলে যায় আর যেতে যেতে বলে,,





নূপুর:আমি ব্রেকফাস্ট রেডি করছি আর আধঘন্টার মধ্যে তোমাকে স্নান ছেড়ে নীচে দেখতে চাই কিন্তু,,

নীলাভ:(ঘুম ঘুম  চোখে)যথা আজ্ঞা ম্যাডাম। এই বলে নীলাভ উঠে  বাথরুমে যায় গিয়ে ফ্রেশ হয় স্নান সেড়ে নিচে যায় গিয়ে দুজনে মিলে ব্রেকফাস্ট করে তারপর রেডি হয় নূপুর একটা দুধে আলতা রঙের কলার আর 3 quater হাতার কুর্তি পরেছে কুর্তি টিতে সারা বডি জুড়ে ছোট ছোট ক্ল্কা করা  আর কুটি টি নুপুরের পুরো ফিটটিংস এইরকম আর তার সাথে ব্ল্যাক চলউরের চুরিপা পরেছে।একটা ব্ল্যাক চলুরের ওড়না এক সাইড থেকে কাধে ফেলে রেখেছে বা হাতে নোআ আর ডান হাতে একটা লেডিস রিস্ত ওয়াচ পরেছে, ওর ঘন কালো কোমর চাপানো চুল পিঠে ছাড়া, কানে একটা অক্সাইড এর ঝুমকো পরেছে যা ওকে অপরূপা করে তুলেছে আর ওপর দিকে নীলাভ পরেছে ব্ল্যাক শার্ট উইথ হোয়াইট প্যান্ট বা হাতে ঘড়ি ওকেও দারুণ লাগছে যাকে বলে 'they are made for each other'

 




নীলাভ: প্রেয়সী কি লাগছে তোমায় ইচ্ছে করছে কোথাও না গিয়ে দরজা বন্ধ করে তোমাকে শুধু আদর করি। নূপুর:একদম না কোন অসভ্যতা করবে না  চল দেরি হয় যাবে তো নাকি।

নীলাভ:জানি কপাল খারাপ কিন্তু রাত্রে পুষিয়ে নেব। নূপুর:ঠিক আছে সে সব রাতে দেখা যাবে এখন তো চলো।

 




এইবলে ওরা বেরিয়ে পরে নীলাভ প্রথমে ওকে কলেজ ড্রপ করে তারপর হাসপাতাল যাবে।সেই মতো নীলাভ কলেজ নামিয়ে দেয় আর নূপুর কে জানিয়ে দেয় যে নীলাভ গাড়ী পাঠিয়ে দেবে দেরি হলে ওয়েট কত বড় কলেজ কত সুন্দর করে সাজানো চারদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি,নানারকম পেইন্টিং আরো কত কিছু দিয়ে সাজানো।নূপুর ক্লাসরুম চেনে না বলে দারোয়ান কে জিজ্ঞেস করে যে 1st ইয়ার নৃত্য বিভাগের ক্লাস রুম তা কোন দিকে। দারোয়ান:3 তলায় উঠে ডান দিকের koridoor ধরে হেঁটে গিয়ে 5 নম্বর রুম নাম চিত্রাঙ্গদা কক্ষ।। নূপুর নির্দেশ অনুযায়ী যায় গিয়ে নাম তা দেখে রুমে ঢোকে কত ছেলে মেয়েরা আছে কেউ গল্প করছে কেউ পড়ছে আবার কেউ ফোন স্ক্রল করছে।নূপুর ঢুকতেই একদল ছেলে মেয়ে জিজ্ঞেস করল তুমি কে?তোমাকে তো আগে কখনও দেখিনি।





নূপুর:আমি আসলে আজ প্রথম জয়েনও করলাম।আমি নতুন।ডান্স বিভাগে ভর্তি হয়েছি।

বাকিরা:তা তোমার নাম কি ?পরিচয় দাও শুনি চিনি তার পর ডিসাইড করবো তুমি আমাদের কে হবে বন্ধু নাকি শত্রু? নূপুর:আমি নূপুর চ্যাটার্জি।ডক্টর নীলাভ চ্যাটার্জি ওয়াইফ। বাকিরা: ওকে।বলে একটি মেয়ে হাত এগিয়ে দিয়ে বলে আমি রিতজা আর ওরা স্রেয়ান,সুদিপা,ঋতু হা আর হল তুতুল বাট ওর ভালো নাম আছে কিন্তু সেটা অনেক বড় বলতে গিয়ে বা ওকে ডাকতে গিয়ে হাপিয়ে যাবে ওর নাম সয়ংসিদ্ধা।তাই আমরা ওকে ওর ডাক নাম ধরে ডাকি ওর ডাক নাম তুতুল।ওর নামটা শুধু অফিশিয়াল কাজে ব্যবহার হয়।আছহা তুমি বিবাহিত না?

নূপুর :হা।

রিতজা:যাক বাবা এতদিনে কাউকে একটু বড় বড় পেলাম।তা তুমি আজ থেকে আমাদের গ্রুপ এর একজন সদস্য।আমরা তোমার বন্ধু।   




ঠিক সেই সময় বেল্ পড়ল ক্লাস শুরু হবে।সবাই জায়গায় বসে পড়ল।নুপুর ওদের সাথে বসল।

রিতজা:এখন একটাও কথা বলবে না।এটা S. roychoudhury ক্লাস উনি খুব স্ট্রিক্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন