পরেরদিন কলেজে,,, সামনে প্রোগ্রাম তাই বেশ জোরকদমে রিহার্সাল শুরু হয়েছে এবারে নুপুরদের ক্লাস গ্রুপ দুভাগে ভাগ হয় গেছে।
একভাগ পারফর্ম করবে রবিঠাকুরের চান্দ্রালিকা।আর নুপুরদের গ্রুপ পারফর্ম করবে রবিঠাকুরের চিত্রাংগদা।
সেখানে মুখ্য ভূমিকায় আছে নূপুর সে চিত্রাংগদা।আর স্বর্গ করছে অর্জুন।রিহার্সাল করার সময় ওরা অনেক বার ঘনিষ্ট হয় তাতে নুপুরের ও স্বর্গ র হৃদস্পন্দন বাড়লেও নূপুর রেস্পন্স করেনি।সে শুধু নাচে যতোটা দরকার ততটা এক্সপ্রেশন দিচ্ছে নাহলে সে যেন হাসতে ভুলে গিয়েছে।এরপর আসে প্রগ্রাম্মের দিন।। প্রগ্রাম্এর দিন,, যথা সময়েই অনুষ্ঠান শুরু হয়।।সব কিছু ঠিক থাক মতো চলছে।এইবার আসে নুপুরদের পালা।বেশ সুন্দর ভাবে উপস্থাপন করে ওরা নৃত্য নাট্য ।সবাই বেশ খুশি হয়।
যেই না প্রোগ্রাম তা শেষ হয় নূপুর রিতজা কে তারা দিতে থাকে বাড়ি যাবে বলে কিন্তু অনুষ্ঠান অনেক রাত করে সেচ হয় ফলে ওরা বাড়ি যাওয়ার জন্য কোন গাড়ী পাচছিল না।স্বর্গ বাইকে করে যাওয়া আসা করে।ও ওদেরকে বলে বাড়িতে ড্রপ করে দেবে কিন্তু নূপুর রাজি হয় না অবশেষে রিতজা বুঝিয়ে রাজি করায়।স্বর্গ ওদের বাড়ি পৌঁছে দেয়।আজ নূপুর যেন অস্থির হয় আছে ও মনে মনে ভাবছে যে স্বর্গ র স্পর্শ গুলো ওর এতো আপন কেন মনে হচ্ছে।
স্বর্গ:আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি নূপুর শুধু নিজেকে আটকাতে পারিনি জানো অনেক চেষ্টা করেছিলাম নিজেকে আটকানোর।আমি চাইনি নিজের এই অন্ধকার জীবনের সাথে তোমাকে জড়াতে কিন্তু পারলাম না এই বেহায়া মনটা কিছুতেই মানলো না।তোমাকে সবটা জানাব খুব শীঘ্রই ।আসছে রববার রিতজার জন্মদিন নিমন্ত্রন্ন আছে সেখানেই তোমাকে আলাদা করে জানাব।অমর সব মনের কথা।(মনে মনে নিজের ঘরে)
---------------------
রবিবার,,,,,, রিতজার বাড়িতে।ওর জন্ম দিনে বেশি কাউকে বলেনি শুধু ওই বন্ধুদের গ্রুপটা আর স্বর্গ কে কারণ স্বর্গ ওদের খুব প্রিয় বাকি টিচার রা অতটাও নয়।আর তেমন কেউ নয়।রিতজার বাড়ির কোন আত্মীয়দের ও বলেনি কারণ ওর বাবা যখন মারা যায় তখন কেউ পাশে এসে দাঁড়ায় নি ওর মা ওকে নিজে হত কষ্ট করে মানুষ করেছে তাই োর ওদের কোন আত্মীয়ের সঙ্গে যোগাযোগ রাখেনি। রিতজা একটা মফ কালারের আনারকালি চুরইদার প়ড়েছে।আর এদিকে নূপুর রয়্যাল ব্লু কালারের গ্লাস হত ব্লাউজ এর সাথে সাদা রঙের জামদানি পরেছে।
মাথায় চুল গুলো খোপা করে বাঁধা আর তাতে জুঁই ফুলের মালা লাগানো সাথে হালকা মেকআপ সেটাও জোর করে রিতজা সাজিয়েছে।স্বর্গ সেই নীল রঙের পাঞ্জাবী সাথে সাদা পাজামা প়ড়েছে।দুজনের সাজগোজ কাক তালিয় ভাবে।আসা থেকে স্বর্গ ওর দিকেই তাকিয়ে রয়েছে।।তা লক্ষ্য করেছে নূপুর ওর বেশ অস্বস্তি হচ্ছে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন