Breaking

সোমবার, জুন ৫

যৌন আবেদন(কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য) পর্ব ৬

 

তখন রাততা বাজে। নীলাভ হাসপাতাল থেকে ফিরে আসে। 

আর নিজের ভাবনা মতো নিয়ে আসে আইসক্রিমফুচকাচুরমুরজুইফুলের  মালা।

নীলাভ:কি জানি পছন্দ হবে কিনা।খুসি হবে তো ?দেখি ঘরে যাই কি করছে। ঘরে এসে দেখে সারা ঘর অন্ধকার।নীলাভ লাইট জ্বালিয়ে দেখে নূপুর ঘুমিয়ে পুড়েছে।গায়ে চাদর দেওয়া।



নীলাভ কাছে গিয়ে ডাকে, নীলাভ:নূপুর এই নূপুর ওঠো দেখো তোমার জন্য কত কি এনেছি কিহলো ওঠো। কোন সারা দিচ্ছে না দেখে নীলাভ নুপুরের গায়ে হাত দিয়ে দেখে গা জ্বরে পুড়ে যাচ্ছে।নীলাভ সাথে সাথে ফ্রেশ হয় এসে থার্মো মিটার নিয়ে জ্বর মাপে দেখে ১০২° জ্বর।নীলাভ সাথে সাথে একটু দুধ আর Oatsনিয়ে খায়িয়ে দে তারপর ওষুধ খাওয়ায়।আর বসে বসে জলপট্টি দিতে থাকে।সারা রাত জেগে সেবা করার পর ভোরের দিকে নিলভর চোখ লেগে যায় সে বসা অবস্থায় খাটে মাথা এলিয়ে ঘুমিয়ে পরেছে।



সকালে সদ্য প্রকাশিত সূর্য দীপ্তি নুপুরের মুখে পড়তেই নুপুরের ঘুম ভেঙে যায় আর দেখে ওর মাথা নিলাভর কোলে আর নীলাভ ঘুমাচ্ছে মাথা হেলিয়ে দিয়ে।নীলাভ কে ঘুমন্ত অবস্থায় এর আগে কখনও নূপুর সেভাবে লক্ষ করেনি লাগে।কি যেন একটা মায়া আছে ওই মুখে যা বারবার নূপুর কে আকর্ষিত করে।



নূপুর রাগে অভিমানে দূরে যেতে চাইলেও তা আর হয় উঠে না পারে না।নূপুর নিলাভর দিকে এইভাবে তাকিয়ে আছে ঠিক সেই সময় নিলাভর ঘুম ভেঙে যায়  দেখে নূপুর ওর দিকে এক দৃষ্টিছেয়ে আছে।

নীলাভ:কি দেখছ ওরকম করে?

নূপুর:কই কি...কিছু নাতো এই এমনি।(থতমত খেয়ে) নীলাভ ফ্রেশহয়ে নিয়ে নূপুর কে বলে ফ্রেশ হয় নিতে ব্রেকফাস্ট রেডি করছ্এ খেয়ে ওষুধ খেতে হবে।




নূপুর:তুমি কেন ব্রেকফাস্ট করবে? আমি করছি। নীলাভ:একদম চুপ যেতে বলছি সেটা করো।আর আমি রান্না করতে পারি একা থাকতাম অভ্যেস আছে।ভয় নেই খাবার খাওয়ার যোগ্য হবে।

নূপুর:এমা আমি এভাবেবলতে চাইনি। ঠিক আছে আমি ফ্রেশ হয় আসছি।  বলে উঠতে গিয়ে নূপুর আরেকটু হলে পরে যেতে নিলে নীলাভ ধরে ফেলে।ওকে ধরে বাথরুম   দিয়ে আসে।




নীলাভ:দেখেছ তো কেন আমি বলি বেশি কোথা না বলতে তুমি ফ্রেশ হও আমি দাঁড়িয়ে অছি বাইরে দরজা লক করবে না। নূপুর:হুম নীলাভ:তুমি এখন খুব দুর্বল কোন কাজ একা করতে যাবে না আমাকে ডাকবে আমি আজ হাসপাতাল যাব না। নূপুর:(মনে মনে)এই মানুষ কি সেই মানুষটা যে কিনা ওই রাত্রে ওকে অত কষ্ট দিয়েছে আর আজকে ওর কত খেয়াল রাখছে ওকে এক্মুহুরত চোখের আড়াল করছে না।কত ভালোবাসে ওকে।    



    

এই ভাবে  ওই দিনটা কেটে গেলো।নিলাভর পরম যত্নে ভালবাসায় নূপুর খুব দ্রুত সুস্থ হয় উঠল।কাল থেকে ওর কলেজে ক্লাস শুরু হবে তাই নূপুর খুব খুশি।ও কাল থেকে কলেজ যেতে পারবে।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন