রাত্রে নীলাভ ফিরে এলেও নুপুরের সাথে কোন কথা বলে না।শুধু ডিনার সেরে ঘরে চলে যায় যার ফলে নুপুরের মন খারাপ হয়ে যায়।ও ঘরে গিয়ে দেখে নীলাভ ফোন স্ক্রল করছে।নূপুর গিয়ে শাড়ী খুলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা রয়্যাল ব্লু রঙের নাইট ড্রেস পরে এসে বিছানায় নিলাভর পাশে বসে।
নূপুর:তোমার কি হয়েছে??কথা বলছ না কেন??
নীলাভ:কিছু হয়নি।শুয়ে পড়ো কাল কলেজে যেতে হবে ভর্তি হতে হবে।সকাল সকাল উঠতে হবে।
নূপুর:কিন্তু......
নীলাভ পাশ ফিরে শুয়ে পড়ে।নূপুর আর কিছু বলতে পারে না।ও পাশ ফিরে শুয়ে কাঁদতে থাকে।
নূপুর:(মনে মনে)আমি এতটা পর যে আমায় কিছু বলা যায় না।কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে।
নীলাভ:সারা দিন আমার কাছে না আসা না এবার দেখো কেমন লাগে কেউ ইগনোর করলে।
নীলাভ নুপুরের কান্নার শব্দ শুনতে পারে।
নীলাভ:(মনে মনে)একী ও কান্দছে?তুমি তো জানো না তোমার জন্য কি গিফট অপেক্ষা করছে আমার প্রাণ সখি।আমার প্রেয়সী।
রাত1:00 বাজে,,,,, হঠাৎ নূপুর ওর গলার কাছে গরম আর ভিজে কিছু অনুভব করে তার ফলে ওর ঘুম ভেঙে যায়।ও এটাও বুঝতে পারে ওর শরীরের উপরে কিছু ভারী জিনিস রয়েছে।আর একটা কিছু ওর সারা শরীর ঘুরে বেরাচ্ছে।এবার ও বুঝতে পারে ওর বুকে চাপ লাগছে এবার ও উঠে বসতে চায় কিন্তু পারে না।ঘরে জলা ডিম লাইট এর আলোয় বুঝতে পারে ওটা আর কেউ নয় নীলাভ।
নূপুর:আহঃ বলে ককিয়ে ওঠে।কারণ নীলাভ ওর গলায় কামড় বসিয়ে দিয়েছে আর জোর জোর এ ওর স্তন গুলো টিপছে ও কিছু বলতে গেলে বুঝতে পারে যে ওর গায়ে একটা সুতো পর্যন্ত নেই আর এদিকে নীলাভ ও সম্পুন নগ্ন।ও এবার কিছু বলতে গেলে নীলাভ ওর ঠোঁট দুটো দখল করে নেয়।তারপর আস্তে আস্তে টেপাটেপি বলে নিজের বুক দেখিয়ে বলে দেখো কি করেছো?কি অবস্থা করেছো।ব্যাথা করছে।
নীলাভ:বেশ করেছি।সারাদিন আমার কাছে এসেছিলে?আমি সোকালে ছেড়ে দিলাম এই ভেবে যে মহারানী অন্তত দুপুরে আসবে।কিন্তু না উনি ব্যাস্ত।
নূপুর:আরে বাবা মা বাবা চলে যাবে বলে গুছতে সাহায্য করছিলাম।
নীলাভ:তার শাস্তি তো তোমায় পেতেই হবে।
বলে নুপুরের দুধ গুলোয় দানবিক অত্যাচার শুরু করে। কামড়,আছর,টেপাটেপি, চুসে ছেরে দেয়।নুপুরের বুকের অবস্থা খারাপ ও বুকে হাত পর্যন্ত দিতে পারে না নিলাভ ওর বজ্র কঠিন পুরুষ অঙ্গে condom পরে ধীরে ধীরে নুপুরের ভিতরে প্রবেশ করে নূপুর কেঁদে ওঠে।আজ যেন নীলাভ এক অন্য মানুষ দীর্ঘ 2 ঘণ্টা পর নীলাভ থামে।রাত 3 তে বাজে।নুপুরের সেই ক্ষমতা টুকুও নেই যে ও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবে।ও শুয়ে শুয়ে কাঁদতে থাকে।নীলাভ ফ্রেশ হয় এসে ঘুমিয়ে পরে।কিন্তু নূপুর ঘুমাতে পারে না ওর সর্বাঙ্গ ব্যাথা।
পরদিন সকালে 7 তা বাজে,নূপুর তলতে তলতে উঠে বাথরুম এ গিয়ে স্নান সেরে নেয়।ও কোন পোশাক বিশেষ করে ব্লাউজ পড়তে পারছে না পড়লে ওর বুক যেন জলে যাচ্ছে।তাই ও একটা শাড়ী জড়িয়ে রেখেছে।নীলাভ উঠে নুপুরকে ওই অবস্থায় দেখে জড়িয়ে ধরলে নূপুর আঁতকে ওঠে তা দেখে নিলাভ র সব মনে পরে আর মনে মনে লজ্জিত বোধ করে। নীলাভ:am rally sorry.আমরা কাল যাব কলেজ এ ।তোমাকে একটা মলম দিছি বুকে চার বেলা মালিশ করো আর পেনকিলার দিচ্ছি খেয়ে নাও যেখানে যা ব্যাথা আছে কমে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন