পরের দিন নূপুর রিতজার সাথে কলেজ যায়।সবার সাথে দেখা হয় সবাই ওকে হাসানোর চেষ্টা করে কিন্তু নূপুর হাসে না।নূপুর যেন সবসময় কি ভাবতে থাকে মাঝে মধ্যে কেঁপে ওঠে।সবাই অকে সাম্লে নেয়।ও সব ক্লাস করছিল।নাচের সময় নাচ্ছে তবু যেন সেই প্রাণবন্ত নূপুর যেন কোথাও হারিয়ে গেছে।
হঠাৎ ঘটল এক অঘটন।নূপুর বন্ধুদের সাথে নিচে নামছিল সিঁড়ি দিয়ে কিন্তু ও সবার পেছনে ছিল তখনি ওখান দিয়ে যাচ্ছিল স্বর্গ ওর সাথে বেশ জেরে ধাক্কা লাগে নুপুরের।স্বর্গ সবে কিছু বলতে যাবে এমন সময় নূপুর নিজে থেকে সরি বলে চলে যায় ফলে স্বর্গ আর কিছু বলার সুযোগ পায় না।তার আগে নূপুর ওখান থেকে চলে যায়।ওদিকে সবাই আশাহত হয় সবাই ভেবেছিল যে ও হয়তো অন্যান্য বারের মতো স্যারের সাথে ঝগড়া করবে ঠিক আগের মতো তাতে যদি ও কিছু তা স্বাভাবিক হয়।কিন্তু না সেগুড়ে বালি।
স্বর্গ:বাব্বা কি হল মহারানীর?এতদিন পর কলেজ এলো অথচ পুরো চেঞ্জ।আগে তো ধাক্কা লাগলে সব দোষ আমার হত।।কোন কথা মাটিতে পড়তে দিত না সে কি ঝগড়া আর আজ কিনা সরি বলে চলে গেল।উম হুম ব্যাপারটা দেখতে হবে তো।।(মনে মনে)।।।। কথা মতো স্বর্গ নুপুরের সব বন্ধুদের ডেকে পাঠায়।
তুতুল: স্যার আসব?
তুতুল: আপনি কেন ডেকে ছেন আমাদের কোন দরকার?আমরা তো কোন দুষ্টুমি করিনি তাহলে??
স্বর্গ:না না ওসব কিছু না আসলে আমার জানার ছিল।তাই। ওরা: কি জানার ছিল?কার বিষয়ে?
স্বর্গ:মহারানী না মানে নুপুরের বিষয়ে। কেমন যেন চুপচাপ হয় গেছে কি হয়েছে ওর??
বাকিরা:আসলে ওর জীবনটা কেমন যেন বদলে গেছে এই কই দিনে।
স্বর্গ:কেন কি হয়েছে?
ওরা স্বর্গ কে সব বলে নিলাভর মারা যাওয়া ওকে ওর শশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ায় সব।সব শুনে স্বর্গ রেগে যায় আর খানিকটা চমকে যায় এই ভেবে যে নূপুর বিবাহিত ছিল। স্বর্গ:ও বিবাহিত?
রিতজা:কেন আপনি জানতেন না?ও তো বিবাহিত ছিল এইতো 2 মাস হয়েছে ওর বিয়ে হয়েছিল।
স্বর্গ:ওওও ।।তা ওর শরীর কেমন এখন?
রিতজা:আগের থেকে ভালো তবে এখনো ট্রমা থেকে বেরোতে পারেনি।
স্বর্গ:ঠিক আছে।তোমরা এবার এসো।
বাকিরা বেরিয়ে গেলে স্বর্গ ঠিক করে নুপুরের সাথে জেচে ঝগড়া করবে যাতে ও স্বাভাবিক হয়।এবার ও নূপুর এর সাথে নাচবে প্রোগ্রাম এ ।ওর codancer হবে স্বর্গ যাতে অন্য কোন ছেলে ওকে স্পর্শ করতে না পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন