রিতজা কেক কাটল সবাই হাততালি দিছিল।তারপর যেহেতু শুধু বন্ধুরা ছিল তাই রিতজা বলল চল সবাই মিলে গানের লড়াই খেলি সবাই রাজি হলেও নূপুর রাজি হল না কিন্তু সবাই নাছরবান্দা তাই নূপুর বলল যে দেখ আমি গান গাইতে পারিনা শুধু থাকব সবাই তাতেই রাজি।
ওদিকে স্বর্গ কে দাঁড়িয়ে থাকতে দেখে ওরা সবাই একই অনুরোধ জানায় তো স্বর্গ ভাবে এই সুযোগে আরো কিছুক্ষণ নূপুর কে দেখতে পাবে তাই ও রাজি হয়ে যায়। খেলা শুরু হয়।প্রথমেই স্বর্গ কে গাইতে বলে স্বর্গ রবিঠাকুরের ভালোবেসে সখি নিভৃতে যতনে গানটা ধরে।কিছুটা গেয়ে তারপর থেমে যায় সবাই ভাবে কি হল কিন্তু হঠাৎ করে নূপুর গেয়ে ওঠে বাকিটা দুজনে ডুয়েট গায় ও শেষ করে।সবাই হাততালি দেয়। স্বর্গ:বাহঃ তুমি তো দারুণ গান গাও এই যে বললে তুমি গাইতে পারোনা?তাহলে তুমি মিথ্যে বললে?
নূপুর:না আমি গাইতে পারি তবে অতটা ভালো না আসলে কোনওদিন শিখিনি তো তাই।
স্বর্গ:তুমি না শিখলেও বেশ গাও।
রিতজা:নূপুর তুই তো ছুপা রুস্তম।হুমম হুমম
নূপুর:না না ওসব কিছুনা এবার তোরা গা। সবাই এবার গায় ও খেলা শেষ করে।
তারপর রিতজার মা সবাইকে ডিনার করতে ডাকে। মেনুতে ছিল ফ্রাইড রাইস,দই কাতলা,মটন কষা,আনারসের চাটনি,পাঁপড় আর আইস ক্রিম।সবাই খায় তারপর যে যার বাড়ি যাবে বলে বের হয় তখন স্বর্গ নুপুরকে ডেকে পাঠায়।
স্বর্গ:নূপুর একটু শোনো কথা আছে
নূপুর:কি?হঠাৎ এইভাবে আড়ালে ডেকে পাঠালেন কথা আছে বললেন কি কথা?
স্বর্গ:কাল একটু দেখা করবে?
নূপুর:কোথায়?
স্বর্গ:বাগবাজার ঘাটে অন্নপূর্ণা মন্দিরের সামনে।
নূপুর:কখন?
স্বর্গ:এই কলেজ শেষে।বিকেলে।
নূপুর:ঠিক আছে।
পরদিন বিকেলে,,,, গঙ্গার পাড়ে বসে আছে স্বর্গ।নূপুর এখনো আসেনি ওর জন্য অপেক্ষা করছে। স্বর্গ:নূপুর আসবে তো কি জানি।হে ঠাকুর দেখো যাতে ও আসে।
নূপুর:কি অনেক দেরি করে ফেললাম না সরি।
স্বর্গ:না না বসো।
নূপুর:বলুন।কি যেন বলবেন বলেছিলেন?
নূপুর:কি ব্যাপারে?আপনি একজন খুব ভালো স্যার। স্বর্গ:একজন মানুষ হিসাবে?
নূপুর:আপনাকে তো আমি সেইভাবে চিনি না তবে যত তুকুনি দেখেছি ভালো।তবে আপনি হঠাৎ আমার কাছ থেকে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছেন কেন?
স্বর্গ:যদি বলি তোমায় ভালোবেসে ফেলেছি তুমি কি পারবে আমাকে মেনে নিতে?
নূপুর:কি?আপনি এসব কি বলছেন?আপনি জানেন আমি একজন বিধবা।আমার এই পৃথিবী তে কেউ নেই।
স্বর্গ:সব জানি।
নূপুর:জেনেও আপনি.....
স্বর্গ:তুমি কি আমায় পছন্দ করো?
নূপুর:.......... স্বর্গ:জানো নূপুর আমারো একটা অতীত আছে যার থেকে আমায় বেরিয়ে আসতে বেশ কিছু সময় লাগে তবে সেই অতীত কে আমি কখনও অস্বীকার করতে পারব না। নূপুর:কি অতীত? তাছাড়া আমাকে আপনার বাড়ির লোক কেনই বা মেনে নেবে?
স্বর্গ:মেনে নেবে।আর তোমার সব জানা দরকার।তারপর তুমি ঠিক করো যে তুমি আমার সাথে নিজেকে জড়াবে কিনা।জান নূপুর আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে তোমাকে নিজের সাথে না জড়াই কিন্তু ওই বেহায়া মন কিছুতেই মানলো না। নূপুর:ঠিক আছে আপনি বলুন। স্বর্গ:হুমম।।।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন